শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মাদারীপুরের রাজৈরে বাস-পিকআপ সংঘর্ষে আহত ২০

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর মাদ্রাসা বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে পুলিশের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপ চালকসহ অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় আরিফ (২৫) ও আছমত (২৮) নামে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এছাড়া গুরুতর আহতরা হলেন শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তাঁর স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), সাজ্জাদুল (২৩), মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০)। তারা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নেন। এ দুর্ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইঞ্জিন বিকল, নদী থেকে যেভাবে উদ্ধার হল ৪২ যাত্রী
ইঞ্জিন বিকল, নদী থেকে যেভাবে উদ্ধার হল ৪২ যাত্রী
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদ
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদ
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবে : রুহুল কুদ্দুস তালুকদার দুলু
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবে : রুহুল কুদ্দুস তালুকদার দুলু
চুয়াডাঙ্গায় সার নেওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় সার নেওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম