
পাহাড়ি নারীদের হাতে তৈরি পণ্য নিয়ে রাঙামাটিতে ৩ দিনব্যাপী শুরু হয়েছে সপ্তম সাবাংগী মেলা। আজ বৃহস্পতিবার বিকেলে সাবারাং রেস্টুরেন্টের মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।
জানা যায় 'সাবাংগী' চাকমা শব্দ। এর বাংলা অর্থ 'এক ছায়ার নিচে কাজ করা কর্মসঙ্গী'। সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির উদ্যোগে এ মেলায় ২৭ টি স্টল স্থান পেয়েছে। সেরা উদ্যোক্তা হিসেবে দুইজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেলা ঘুরে দেখা গেছে, বাঁশ ও বেতের নান্দনিক পণ্য, হাতে তৈরি প্রাকৃতিক সৌন্দর্য পণ্য, কৃষিপণ্য থেকে প্রক্রিয়াজাত খাবার, পাহাড়ি ট্র্যাডিশনাল পোশাক ,কোমর তাতের বস্ত্রপণ্যসহ পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেছে পাহাড়ের নারী উদ্যোক্তারা।
সাবাঙ্গী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন, সাবেক মৎস্য কর্মকর্তা ইন্দুলাল চাকমাসহ অন্যরা।
আয়োজনের প্রাসঙ্গিতা নিয়ে নারী উদ্যোক্তা রেনেসা চাকমা বলেন, নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ, জাতি ও দেশকে এগিয়ে নেওয়া। নারীরা যেন অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারেন এই বিশ্বাস থেকেই সাবাংগীর যাত্রা ও সংগ্রাম। নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি আনাই হচ্ছে অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন