শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব বুঝে নিলো ড্রাইডক

চট্টগ্রাম প্রতিবেদক:
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১০:৫৫ এএম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল আগামী ছয় মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড।

রোববার মধ্যরাত থেকে তারা (ড্রাইডক) নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, সরাসরি ক্রয় পদ্ধতি বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) এ কাজ পেয়েছে চিটাগং ড্রাইডক লিমিটেড। আগের অপারেটরের সাথে যেসকল শ্রমিক-কর্মচারী কাজ করত, তারাই এনসিটি পরিচালনার সাথে থাকছে। টার্মিনালটি আগে যেভাবে চলত, সেভাবেই পরিচালিত হবে। শুধু ব্যবস্থাপনার বদল হয়েছে।

দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। গতকাল রোববার প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয়। অন্তরবর্তীকালীন সরকার বেসরকারি অপারেটরটির সাথে চুক্তির মেয়াদ আর বাড়ানোর পক্ষপাতী ছিলেন না। তারা বন্দরের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনালটি পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের কথা জানায়। আর সেই কাজে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের নাম উঠে আসে। তবে নানা আলোচনা সমালোচনার পরে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এনসিটি পরিচালনার দায়িত্বভার নৌবাহিনীকে দেওয়ার কথা জানান।

চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। এই টার্মিনালের পাঁচটি জেটির মধ্যে চারটিতে কন্টেইনারবাহী বড় জাহাজ এবং অন্য জেটিতে অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ছোট জাহাজ ভেড়ানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইঞ্জিন বিকল, নদী থেকে যেভাবে উদ্ধার হল ৪২ যাত্রী
ইঞ্জিন বিকল, নদী থেকে যেভাবে উদ্ধার হল ৪২ যাত্রী
মাদারীপুরের রাজৈরে বাস-পিকআপ সংঘর্ষে আহত ২০
মাদারীপুরের রাজৈরে বাস-পিকআপ সংঘর্ষে আহত ২০
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদ
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীর উপর হামলার প্রতিবাদ
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবে : রুহুল কুদ্দুস তালুকদার দুলু
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবে : রুহুল কুদ্দুস তালুকদার দুলু