
সিডনি সংবাদদাতা : সিডনির মাউন্ট অ্যানানের লেকসাইড প্যাভিলিয়নে গত ১৪ সেপ্টেম্বর শনিবার নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশন (এনডিসিএএএ)-এর বার্ষিক পিকনিক এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সদস্য ও অতিথিদের আন্তরিক অংশগ্রহণে সকাল ১০টায় এ আয়োজন শুরু হয়ে সফলভাবে শেষ হয়। অতিথিদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক পুলক। জন মার্টিন ও তানিম আল মিনারুল মান্নানের প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে গান পরিবেশন করেন একরামুল্লা রাসেল, উমা শংকর, মাসুদ হাসান, নিপুন আলম, তপন ডি কোস্টা, খালিদ হোসেন প্রমুখ। দিনব্যাপী পিকনিকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীদের জন্য ছিল নানা ধরনের মজাদার খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানান এনডিসিএএএ’র সভাপতি সায়মন হোসেন। এ সময় তিনি বলেন, কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও সকল সদস্য-অতিথির প্রাণবন্ত উপস্থিতিই আজকের এই আয়োজনকে সফল করেছেন। কলেজ স্মৃতিচারণ, হাস্যরস, খেলা ও সংগীতের মধ্য দিয়ে কাটানো দিনটি অংশগ্রহণকারীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে স্থান করে নেয়। বিকেল ৪টায় হাসি-আনন্দের মধ্য দিয়ে পিকনিকের সমাপ্তি হয়।
মন্তব্য করুন