
রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হয়েছে। আইসিইউতে থাকা বাকী রোগীদের অন্যত্র স্থানান্তর সাপেক্ষে জীবানু মুক্ত করতে আজ মঙ্গলবার থেকে ৩দিনের জন্য আইসিইউ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আইসিইউ-এর কর্তব্যরত চিকিৎসকরা জানান, ২৩ জুন সোমবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া কুড়িগ্রামের চিলমারী থেকে আসা মহুবার রহমানের শরীরে টিটেনাস শনাক্ত হয়। এর পরপরেই তাকে আইসিইউ থেকে সংক্রামক হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরই মধ্যে আইসিইউতে থাকা বাকী রোগীদের স্থানান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। রোগীদের স্থানান্তর করা হলেই জীবানু মুক্ত করতে তিন দিনের জন্য বন্ধ রাখা হবে আইসিইউ সেবা।
মন্তব্য করুন