শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সিম বিক্রেতা থেকে বলিউডের নায়ক!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
বিজয় ভার্মা
বিজয় ভার্মা

বলিউডের গ্ল্যামার আর আলোর ঝলকানির পেছনে লুকিয়ে থাকে অসংখ্য স্বপ্ন আর কঠোর সংগ্রামের গল্প। সেই সংগ্রামের এক অনুপ্রেরণামূলক আখ্যান শোনালেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা বিজয় ভার্মা।

বড় পর্দায় তার অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে এখন যখন সর্বত্র আলোচনা তখন তিনি অকপটে তুলে ধরলেন অভিনয়ে আসার আগের জীবন।সম্প্রতি একটি টক শো-এর প্রোমোতে বিজয় ভার্মা জানান, বলিউডে নাম করার আগে জীবন ধারণের জন্য তিনি একসময় মোবাইল সিমকার্ড বিক্রি করতেন। তিনি এক বসের অধীনে কাজ করতেন, যাঁর একটি বিরাট নোকিয়া শো রুম ছিল।

বিজয় ভার্মা তার পুরনো দিনের কথা মনে করে হাসতে হাসতে বলেন, ‘আমি সিমকার্ড বিক্রি করতাম এবং আমার বস রিপোর্ট নিতেন। আমি যদি তিনটি সিম বিক্রি করে ফিরতাম, তিনি প্রশ্ন করতেন, ‘চতুর্থটি কোথায়’?

তবে এই সাধারণ কাজ করার সময়ও বিজয়ের চোখে ছিল এক বিশাল স্বপ্ন। নিজের বসের কাছেই তিনি এক দুঃসাহসিক প্রতিজ্ঞা করেছিলেন ‘একদিন আমি তাকে বলেছিলাম-আমিআপনার নোকিয়া শো রুমে আমার ছবি টাঙাবো। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব’!

বিজয় ভার্মা সেই সময়ের স্মৃতিচারণ করে রসিকতা করে বলেন, ‘আর এখন আমি সফল... কিন্তু নোকিয়াই আর নেই’। (যদিও একসময়ের বিশ্বসেরা মোবাইল কোম্পানি নোকিয়া তাদের পুরোনো দাপট আর ধরে রাখতে পারেনি)।

হায়দ্রাবাদের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বিজয় ভার্মা অভিনয়ের আনুষ্ঠানিক শিক্ষা নেন পুনের এফটিআইআই থেকে। তিনি তার প্রথম মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতাও শোনান-‘প্রথম যখন মঞ্চে পা রাখি, একটা হাততালি আর একটা হাসি পেয়েছিলাম-শুধু একটা হাততালি’। সেই ক্ষুদ্র স্বীকৃতিই তার মনে অভিনয়ের প্রতি বিশ্বাস আরও দৃঢ় করেছিল।

আজ ‘পিংক’, ‘গল্লিবয়’, ‘ডার্লিংস’, ‘মির্জাপুর’ এর মতো হিট কাজগুলিতে বিজয় ভার্মা নিজেকে প্রমাণ করেছেন। তার গল্প এটাই প্রমাণ করে যে, উচ্চাকাক্সক্ষা, অধ্যবসায় এবং সময়ের সদ্ব্যবহার একজন সিমকার্ড বিক্রেতাকে কী ভাবে তার প্রজন্মের অন্যতম সম্মানিত তারকায় পরিণত করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১০০ বাচ্চার মা হতে চাই: পরীমণি
১০০ বাচ্চার মা হতে চাই: পরীমণি
মঞ্চে সুমন-জিনিয়া যে কারণে আলোচনায়
মঞ্চে সুমন-জিনিয়া যে কারণে আলোচনায়
নিজের পঞ্চাশ বছর বয়সী লুক দেখার অপেক্ষায় পরীমনি
নিজের পঞ্চাশ বছর বয়সী লুক দেখার অপেক্ষায় পরীমনি
যে কারণে পাকিস্তান ছেড়েছেন এই টিকটকার
যে কারণে পাকিস্তান ছেড়েছেন এই টিকটকার