বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

এক্সাইটেড তানজিন তিশা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২২ এএম

দর্শকদের কাছে পরিচিত অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দায় অভিনয় করে তিনি নিজের একটি বিশেষ অবস্থান তৈরি করেছেন। এখন তিনি বড় পর্দায়ও পদার্পণ করেছেন এবং সেখানেও তার সফলতা লাভের আশা রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিশা, তার অভিনয় ক্যারিয়ার, নতুন প্রকল্প ও অভিনয়ের দীর্ঘ বিরতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।

তানজিন তিশার কথায়, আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, সেটাও করব।

মাঝে অনেকদিন কাজ থেকে দূরে ছিলেন এই গ্ল্যামারগার্ল। এর কারণ জানিয়ে তিনি বলেন, একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য বিরতি প্রয়োজন ছিল। তাই অনেকদিন কাজ করিনি, সেটা আমার চিন্তাভাবনা।

নতুন কাজের ব্যাপারে তানজিন তিশা বলেন, একটা ভালো কাজ ও বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই।

ভালো কাজের সঙ্গেই থাকতে চান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভালো কাজ দিয়েই এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া কিন্তু লাইফে কিছু নেই। আর বাকি ডিটেইলস বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শাকিব খানের বিপরীতে তিশার অভিষেকের গুঞ্জন শোনা গিয়েছিল তবে তা গেল মাসেই বাস্তবে রূপ নেয়। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন শাকিব খান ও তানজিন তিশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহরুখ-দীপিকার ম্যাজিক ফিরছে ‘কিং’ ছবিতেও!
শাহরুখ-দীপিকার ম্যাজিক ফিরছে ‘কিং’ ছবিতেও!
পুরোনো প্রেমে হানিয়া আমির !
পুরোনো প্রেমে হানিয়া আমির !
স্পাইডার-ম্যান ৪: আসছে ২০২৬-এ পর্দায় মহা ধামাকা
স্পাইডার-ম্যান ৪: আসছে ২০২৬-এ পর্দায় মহা ধামাকা
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা