বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

স্পাইডার-ম্যান ৪: আসছে ২০২৬-এ পর্দায় মহা ধামাকা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছে আমাদের সবার প্রিয় নায়ক — স্পাইডার-ম্যান। টম হোল্যান্ড অভিনীত নতুন সিনেমা “স্পাইডার-ম্যান ৪” মুক্তি পেতে যাচ্ছে ২০২৬ সালের ৩১ জুলাই। মার্ভেল স্টুডিও ও সনি পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আগের তিনটি ছবির ধারাবাহিকতায় নতুন অধ্যায় হিসেবে আসছে।

জানা গেছে, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুরু হবে আগের কিস্তি ‘নো ওয়ে হোম’-এর শেষ মুহূর্ত থেকে। সেখানে পৃথিবীর সবাই পিটার পার্কারের অস্তিত্ব ভুলে গেছে। এবার দেখা যাবে, কীভাবে সে নতুন করে নিজের পরিচয় ও দায়িত্ব গড়ে তুলছে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।

ছবিতে টম হল্যান্ড আবারও ফিরছেন স্পাইডারম্যান হিসেবে। এটি হবে চরিত্রটিতে তার সপ্তম উপস্থিতি। আগের মতো এবারও তিনি নতুন পোশাকে শহরের রাস্তায় লড়বেন সাধারণ মানুষের জন্য। জেন্ডায়া ফিরছেন মিশেল জোন্স-ওয়াটসন বা এমজে চরিত্রে। যদিও শোনা যাচ্ছে, এবারে তার ভূমিকা তুলনামূলক ছোট হবে। পিটারের সঙ্গে তার সম্পর্ক থাকবে দূরত্বে ভরা। জ্যাকব বাতালন আবারও থাকবেন নেড লিডস হিসেবে। পিটারের পুরোনো বন্ধু সে। যদিও আগের ঘটনার পর তাদের বন্ধুত্ব এখন অনিশ্চিত অবস্থায়। মাইকেল ম্যান্ডোকে দেখা যাবে ম্যাক গারগান চরিত্রে। তিনি এবার রূপ নেবেন ভয়ংকর ভিলেন স্করপিয়নে। ২০১৭ সালের ‘হোমকামিং’-এর পর এবারই তার বড় প্রত্যাবর্তন হতে যাচ্ছে।

নতুন এই সিনেমায় ব্যবহার করা হবে অত্যাধুনিক CGI প্রযুক্তি, যা আগের চেয়ে আরও বাস্তবসম্মত অ্যাকশন দৃশ্য উপহার দেবে। নির্মাতাদের মতে, এটি হবে “আরও পরিণত ও আবেগঘন” এক স্পাইডার-ম্যান গল্প, যেখানে ব্যক্তিগত জীবন ও নায়কোচিত দায়িত্বের সংঘর্ষকে নতুনভাবে দেখানো হবে।

মার্ভেল ভক্তদের মধ্যে এই সিনেমি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে #SpiderMan4 হ্যাশট্যাগে ভক্তরা পোস্ট দিচ্ছেন হাজার হাজার মন্তব্য ও ধারণা নিয়ে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে ২০২৬ সালের জুলাই মাসে এটি হবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সুপারহিরো সিনেমাগুলোর একটি।

সব মিলিয়ে, “স্পাইডার-ম্যান ৪” কেবল একটি সিনেমা নয়, বরং এক নতুন সূচনা — যেখানে আমরা আবার দেখতে পাব দায়িত্ব, ত্যাগ, আর নায়কোচিত সাহসের গল্পে মোড়া এক নতুন পিটার পার্কারকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহরুখ-দীপিকার ম্যাজিক ফিরছে ‘কিং’ ছবিতেও!
শাহরুখ-দীপিকার ম্যাজিক ফিরছে ‘কিং’ ছবিতেও!
পুরোনো প্রেমে হানিয়া আমির !
পুরোনো প্রেমে হানিয়া আমির !
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
চলতি বছরের সর্বাধিক আয় রাশমিকার
চলতি বছরের সর্বাধিক আয় রাশমিকার