বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময় প্রকাশ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের ইবতেদায়ি (পঞ্চম) ও দাখিল (অষ্টম) শ্রেণির বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সময়সূচী অনুযায়ী, দু’টি পরীক্ষাই আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ড থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী, অষ্টম শ্রেণির কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রবিবার)। আরবি ১ম ও ২য় পত্রের পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার)। গণিত ও বিজ্ঞান পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং পরীক্ষার সময় তিন ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। বাংলা ও ইংরেজির পূর্ণমান (৫০+৫০)=১০০ এবং পরীক্ষার সময় (১.৩০+১.৩০)=৩ ঘণ্টা। দুটি বিষয়ে একই দিনে ভিন্ন কোডে পরীক্ষা হবে ও উত্তরপত্রও আলাদা থাকবে। গণিত ও বিজ্ঞানেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। এই দুটি বিষয়ের পূর্ণমান (৭০+৩০)=১০০।

অন্যদিকে, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রবিবার)। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার)। গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

৫ম শ্রেণিতে প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় থাকবে। বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান (৫০+৫০)=১০০ আর গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান (৬০+৪০)=১০০ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিলের ব্যাখ্যা দিলো সরকার
প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিলের ব্যাখ্যা দিলো সরকার
জুলাই হামলায় ঢাবি ৪০৩ ছাত্রলীগ নেতাকে কেন স্থায়ী বহিষ্কার নয়-জানতে নোটিশ
জুলাই হামলায় ঢাবি ৪০৩ ছাত্রলীগ নেতাকে কেন স্থায়ী বহিষ্কার নয়-জানতে নোটিশ
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়