বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অনলাইন জুয়ায় নিঃস্ব দেশের ৫০ লাখেরও বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার সাইটের কনটেন্টের কারণে দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয় হচ্ছে। সরকারি হিসাবে, বর্তমানে দেশে অনলাইন জুয়ায় আসক্ত মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে।

বাংলাদেশে এসব সাইটসহ এসংক্রান্ত বিজ্ঞাপন বন্ধে সোমবার (৩ নভেম্বর) পাঠানো ওই চিঠিতে ফেসবুক, টিকটক ও গুগলকে নোটিশ দিয়েছে সরকার। এসব প্ল্যাটফর্মকে আইনগত দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিটিআরসি থেকে প্ল্যাটফর্মগুলোকে ই-মেইল করা হয়েছে। দেয়া হচ্ছে, সামনেও দেয়া হবে। তাদের সঙ্গে সবসময় যোগাযোগ করা হচ্ছে। বাংলাদেশের প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য উল্লেখ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

ক্রিকেট মাঠের হার-জিত, উইকেট বা বাউন্ডারি, বোলিং-ব্যাটিংয়ের ধরণ— প্রতিটি বল ধরে অনলাইনে চলতে থকে জুয়া। খেলার পেজ বা অ্যাপে অনবরত আসতে থাকে বিজ্ঞাপন। এছাড়া পর্নোগ্রাফিতেও আসক্ত হয়ে পড়ছেন দেশের তরুণরা।

বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। চিঠিতে পারিবারিক বিরোধ, আত্মহত্যাসহ আর্থিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে পর্ণগ্রাফি ও অনলাইন জুয়াকে দায়ী করা হয়।

ডিজিটাল প্লাটফর্ম ছাড়া মোবাইল অপারেটর, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক শাহ মো. ফজলে খুদা বলেন, ‘সাইটগুলো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মাধ্যমে ব্লক করে দেয়া হচ্ছে।’

উপায়-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ সামসুজ্জোহা বলেন, অনলাইন জুয়ার সাইটগুলোর ডাটা অ্যাক্সেস বন্ধ করে দেয়া সম্ভব। পাশাপাশি ইএসএসডি বা বিকল্প লেনদেন চ্যানেলগুলোকেও নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।

সাম্প্রতিক এক বিটিআরসি সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মতোই অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে একটি স্বতন্ত্র সংস্থা গঠন করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হিলিতে পেঁয়াজের দাম বেড়ে সেঞ্চুরির কাছাকাছি, বিপাকে সাধারণ ক্রেতা
হিলিতে পেঁয়াজের দাম বেড়ে সেঞ্চুরির কাছাকাছি, বিপাকে সাধারণ ক্রেতা
সমস্যাগ্রস্ত ৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
সমস্যাগ্রস্ত ৫ শরিয়াহভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির
বুধবার (৫ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ
বুধবার (৫ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ