বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউরোপ ও ফ্রেন্ডশিপ বিদ্যালয় শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

ইউরোপের শিক্ষার্থীদের সাথে জলবায়ু পরিবর্তন এবং এর ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করলো ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টারে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীরা শেয়ার করেন এমন অভিজ্ঞতা ও কৌশল। কানেক্টেড স্কুল প্রকল্পের অংশ হিসেবে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন ইউরোপীয় দেশ লুক্সেমবার্গের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী।

যমুনা-ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরে ফ্রেন্ডশিপের শিক্ষা কর্মসূচির আওতায় লেখাপড়া করছে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১০০০ শিক্ষার্থী। মাধ্যমিক পর্যায়ের এসব শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃতরা অংশ নেন অভিজ্ঞতা বিনিময় কর্মশালায়। অন্যদিকে লুক্সেমবার্গ থেকে অংশ নেন ৩টি বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী এবং ৩ জন শিক্ষক। হাতে কলমে জ্ঞান আহরণে দুই দেশের শিক্ষার্থীরা ঘুরে দেখেন চরাঞ্চলে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের সৌর বিদ্যুৎ চালিত কম্পিউটার ল্যাব, জীবনরক্ষাকারী ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল, নদী ভাঙ্গন ও মৌসুমী বন্যা থেকে বাঁচতে ওভাল আকৃতির বিশেষ গ্রাম (Plinth), সৌর গ্রাম (Solar Village), প্রান্তিক চরে আইনী সেবা কেন্দ্র।

কর্মশালায় ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির টিম লীডার নেয়ামাত উল্লাহ জানান, প্রান্তিক চরে শিক্ষার আলো ছড়ানোর পাশপাশি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে ২০২১ সাল থেকে শুরু হয় ইন্টার স্কুল কানেকটিভিটি প্রোগ্রাম (Inter School Connectivity Programme). এ কর্মসূচির ফলে ইতোমধ্যে বেশকিছু পরিবর্তন এসেছে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে। তাদের মাঝে বেড়েছে দক্ষতা ও যোগ্যতা। যা পরবর্তী উচ্চ শিক্ষা বা কর্মজীবনে প্রভাবক হিসেবে ভাল কাজে দিচ্ছে।

ফ্রেন্ডশিপ কানেকটিং স্কুল কর্মসূচি লুক্সেমবার্গ ম্যানেজার মিস এসমেরালডা চুপিন (Esméralda Chupin) জানান, প্রতিবছর ইউরোপের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের একটি দল বাংলাদেশের চরাঞ্চলে ফ্রেন্ডশিপের বিদ্যালয় পরিদর্শন করে। এসব শিক্ষার্থীদের বেশিরভাগই লুক্সেমবার্গের। ইউরোপের শিক্ষার্থীরা চরাঞ্চল পরিদর্শনে এখানকার প্রকৃতি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, স্থানীয় বাসিন্দাদের প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকার কৌশল সম্পর্কে জ্ঞান আহরণ করেন। এভাবে দু’টি ভিন্ন পরিবেশ ও সংস্কৃতির ‍শিক্ষার্থীরা অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে নিজেদের জ্ঞান বৃদ্ধি করে।

কর্মশালায় বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির সহকারী ব্যবস্থাপক অলিভ হোসেন, ফ্রেন্ডশিপ ফ্রান্স-এর কানেক্টেড স্কুল প্রকল্পের ম্যানেজার আনা রবিন, চেসিয়া পিরভু, প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিশনস্প্রিং-এর ‘পরিষ্কার দৃষ্টি, নিরাপদ সড়ক’ শীর্ষক কর্মসূচীর উদ্বোধন
ভিশনস্প্রিং-এর ‘পরিষ্কার দৃষ্টি, নিরাপদ সড়ক’ শীর্ষক কর্মসূচীর উদ্বোধন
ডেঙ্গু নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান
ডেঙ্গু নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান