বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

আজ দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

রাতের আকাশ যারা ভালোবাসেন, তাঁদের জন্য অপেক্ষা করছে এক দারুণ চমক! ৫ নভেম্বর আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা চাঁদ! এই বিশেষ চাঁদকে বলা হয় বিভার মুন। ২০২৫ সালের টানা তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি।

বাংলাদেশ থেকেও এই বিশাল পূর্ণিমার চাঁদ দেখা যাবে। লাইভ সায়েন্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর, বুধবার বিকেল ৬টা ১৯ মিনিটে বাংলাদেশ থেকে সবচেয়ে ভালোভাবে এই চাঁদ দেখা যাবে। তবে এর আগে আজ ৪ নভেম্বর, মঙ্গলবার ও পরে ৬ নভেম্বর, বৃহস্পতিবার উজ্জ্বল এবং প্রায় পূর্ণ চাঁদ দেখা যাবে।

বিশেষজ্ঞদের মতে, পূর্ণ চাঁদ ৫ নভেম্বর দেখা গেলেও সবচেয়ে দারুণ দৃশ্য দেখা যাবে ৬ নভেম্বর, বৃহস্পতিবার। পূর্ণিমার চাঁদ সাধারণত সূর্য ডোবার ঠিক পরেই সবচেয়ে সুন্দর ও বিশাল দেখায়। আর সুপারমুনের ক্ষেত্রে তো কথাই নেই! এই সময়েই চাঁদের আসল রূপটি দেখা যায়। তাই পূর্ণ উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যায়ও আকাশের দিকে চোখ রাখতে পারেন।

সুপারমুন কেন হয়? চাঁদের কক্ষপথ পৃথিবীর চারপাশে পুরোপুরি বৃত্তাকার নয়, এটি ডিম্বাকার। এর মানে হলো, চাঁদের প্রদক্ষিণের সময় এটি কখনও পৃথিবীর কাছাকাছি আসে আবার কখনও দূরে সরে যায়।

যখন একটি পূর্ণিমা চাঁদের পৃথিবীর নিকটতম বিন্দুর ১০% দূরত্বের মধ্যে ঘটে, তখন সেটিকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই পূর্ণিমার চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় এবং বেশি উজ্জ্বল দেখায়।

এবারের সুপারমুন কেন বিশেষ? ৫ই নভেম্বর, ২০২৫-এ, চাঁদ পৃথিবী থেকে মাত্র ৩৫৭,০০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে। এটি এই বছরের নিকটতম পূর্ণিমা এবং সে কারণেই এটি হবে বছরের বৃহত্তম সুপারমুন।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সুপারমুনটি একটি পূর্ণিমার চাঁদের চেয়ে গড়ে প্রায় ৮% বড় এবং প্রায় ১৬% বেশি উজ্জ্বল দেখাবে।

কখন এবং কীভাবে দেখবেন? সূর্যাস্তের সময় পূর্ব দিগন্তে এই উজ্জ্বল চাঁদের উদয় দেখার দৃশ্যটি বেশ নাটকীয় হবে। সন্ধ্যা নামার সাথে সাথে দিগন্তের উপরে চাঁদের উজ্জ্বল আভা ফুটে উঠতে দেখা এক দারুণ অভিজ্ঞতা।

চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন মুন ইল্যুশন (চাঁদের বিভ্রম) নামে একটি ঘটনার কারণে এটিকে অস্বাভাবিকভাবে বড় দেখায়। এর কারণ হলো, তখন আমাদের মস্তিষ্ক চাঁদকে পারিপার্শ্বিক বস্তু, যেমন গাছপালা বা ভবনের সাথে তুলনা করে, ফলে একে বড় বলে মনে হয়।

চাঁদ যত উপরে উঠতে থাকে, এই বিভ্রম কেটে যায় এবং একে স্বাভাবিক আকারে দেখা যায়, যদিও বাস্তবে এর আকারে কোনো পরিবর্তন হয় না।

এই সুপারমুনটি পৃথিবীর যেকোনো স্থান থেকেই দেখা যাবে। আপনার স্থানীয় সময় অনুযায়ী যখন চাঁদ উঠবে এবং আকাশ মেঘমুক্ত থাকবে, আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন, এই উজ্জ্বল ও বড় চাঁদটি উপভোগ করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের আকাশেও দেখা যাবে উল্কাবৃষ্টি ! কবে?
বাংলাদেশের আকাশেও দেখা যাবে উল্কাবৃষ্টি ! কবে?
যে কারণে মহাকাশে ইঁদুর পাঠাল চীন
যে কারণে মহাকাশে ইঁদুর পাঠাল চীন
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
আজ থেকে বন্ধ হচ্ছে এক এনআইডিতে ১০টির বেশি সিম
আজ থেকে বন্ধ হচ্ছে এক এনআইডিতে ১০টির বেশি সিম