বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

নবীনগরে জোড়া খুনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচিত গুলিবর্ষণের ঘটনায় নিহত শিপন মিয়া ও ইয়াছিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয়রা বলেন, পরিকল্পিতভাবে দুই নিরীহ যুবককে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা নৃশংসতার চরম উদাহরণ। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেকিল, ইউপি সদস্য দেলোয়ার মেম্বার, মিজান মেম্বার, নোয়াব আলী সর্দার, কবির মেম্বার, আনোয়ারুল মিয়া, মো. খালেক, সেন্টু মেম্বার, নাছির উদ্দিন, জাফর মিয়া, হালিম মেম্বার, মালন মিয়া ও আজিজুল মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এলাকাবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা সরকারের কাছে দুই যুবকের হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে নবীনগরের গনি মাজারের পাশে একটি বাজারের হোটেলে আড্ডা দিচ্ছিলেন শিপন মিয়া। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত গুলি চালালে শিপন ও হোটেলকর্মী ইয়াছিন গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে দুজনেরই মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবলার চরে পূণ্য স্নানে শেষ হলো রাস উৎসব
দুবলার চরে পূণ্য স্নানে শেষ হলো রাস উৎসব
সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
যশোর-নড়াইল মহাসড়ক থেকে ৩টি সোনার বারসহ একজন আটক
যশোর-নড়াইল মহাসড়ক থেকে ৩টি সোনার বারসহ একজন আটক
রাঙ্গাবালীতে প্রথমবারের মতো চরহেয়ার সৈকতে রাস উৎসব
রাঙ্গাবালীতে প্রথমবারের মতো চরহেয়ার সৈকতে রাস উৎসব