বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে অটো চালকের মরদেহ উদ্ধার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুরে চাদর দিয়ে মোড়ানো হাত, পা বাঁধা অবস্থায় মোহাম্মদ মজিবল (৪৪) নামের এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২ নভেম্বর) সকালে রতনপুর আনসার ক্যাম্প সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মজিবল বরিশাল জেলার হিজলা থানার চরকুশুরিয়া গ্রামের মো. মানাফ মাঝির পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবার মধ্যে চাদর মোড়ানো মরদেহের আকৃতি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বড় ছেলে মো. রাসেল সনাক্ত করেন এটি তার পিতার মৃতদেহ।

মো. রাসেল জানায়, তার পিতা মুন্সীগঞ্জের বানিয়াবাড়ী এলাকায় একটা অটো গাড়ীর গ্যারেজে গাড়ী রেখে গাড়ী চালাতো। গ্যারেজ মালিজ বাদল ফোন করে জানায় তার বাবা অটো নিয়ে শুক্রবার রাতে বের হয়ে আর গ্যারেজে ফিরেনি। পরে মুন্সীগঞ্জ গিয়ে তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে গ্যারেজ মালিকের সহায়তায় থানায় একটি জিডি করেন তিনি। ডোবা থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার হয়েছে শুনে এসে দেখেন এটা তার বাবার মৃতদেহ। তিনি বাবা হত্যার বিচার চান।

মুন্সীগঞ্জ সদর থানার এস আই মো. সোহাগ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবলার চরে পূণ্য স্নানে শেষ হলো রাস উৎসব
দুবলার চরে পূণ্য স্নানে শেষ হলো রাস উৎসব
সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
সাভারে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
যশোর-নড়াইল মহাসড়ক থেকে ৩টি সোনার বারসহ একজন আটক
যশোর-নড়াইল মহাসড়ক থেকে ৩টি সোনার বারসহ একজন আটক
রাঙ্গাবালীতে প্রথমবারের মতো চরহেয়ার সৈকতে রাস উৎসব
রাঙ্গাবালীতে প্রথমবারের মতো চরহেয়ার সৈকতে রাস উৎসব