বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বরিশালে ওএসএল ফার্মার শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

বরিশালের অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের পাঁচশ শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুতকরার প্রতিবাদ ও চাকরি পুনর্বহাল করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা।

আজ রোববার সকাল থেকে ওএসএল ফার্মা লিমিটেডের স্টেরিপ্যাক বিভাগের নারী ও পুরুষ শ্রমিকরা নগরীর বগুড়া রোডে সড়ক অবরোধ করে। তারা পুনরায় চাকরির ফিরে পাওয়ার দাবিতে স্লোগান দেন।

জানা যায় গত বুধবার (২৮ অক্টোবর) বেলা দুই টার দিকে প্রত্যেক শ্রমিককে ডাকযোগে তাদের চাকরি থেকে অবসানের নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পর থেকে কোম্পানির শ্রমিকরা চাকরি পুনরায় ফেরত পাওয়ার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা জানান, তিন দিনের ছুটি দিয়ে কোম্পানি থেকে তাদের চাকরি অবসানের নোটিশ দেয়া হয়। গত ২৮ অক্টোবর থেকে তারা বিক্ষোভ করলেও কোম্পানির কতৃপক্ষ তাদের সাথে কোন যোগাযোগ করেনি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করছেন তারা। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দেন।

অপসোস্যালাই (ওএসএল) ফার্মা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে স্টেরিপ্যাক ডিপার্টমেন্টের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। অবসানকৃত শ্রমিক- কর্মচারীদের চূড়ান্ত পাওনা ২০ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দেয়া হবে। যদি পুনরায় বিভাগটি চালু করা হয় তখন আবার যাদের অব্যাহতি দেয়া হয়েছে তাদের প্রধান্য দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২