বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

একশো আসনে পিআর হলে ভালো হয়: ব্যরিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

এবি পার্টির সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন আমরা শতভাগ পিআর এ বিশ্বাসী না। তবে একশো আসনে পিআর হলে ভালো হয়। দুই কক্ষ বিশিষ্ট সংসদের বিষয় ও তিনি দ্বিমত পোষণ করে বলেন আমরা একটি কক্ষ চাই। প্রয়োজনে সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা যেতে পারে। সেখানে মহিলা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশাসহ পিছিয়ে পরা মানুষদের অন্তর্ভুক্ত করা যেতে পারে ।

আজ রোববার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন ।উচ্চকক্ষে পিআর হলে এমপি বেচা কেনা হবে বলে তিনি মন্তব্য করেন। ব্যারিষ্টার ফুয়াদ আরো বলেন নির্বাচনের পরে গণভোট হলে জটিলতা বাড়বে। নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের জন্য জাতীয় নির্বাচনের আগে একটি হলেও স্থানীয় নির্বাচন করা উচিত উল্লেখ করে ফুয়াদ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ইউনুস সরকারকে আমি সফল বলে মনে করি।

মতবিনিময়সভায় এসময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির ঝালকাঠি-২আসনের এমপি প্রার্থী শেখ জামাল হোসেন, এবি পার্টির ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার ও সদস্য সচিব জাহিদ হোসেন বশিরসহ দলীয় নেতাকর্মীরা।মত বিনিময় সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২