বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

প্রেমের টানে চীনা তরুণ ব্রাহ্মণবাড়িয়ায়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৯ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:১২ এএম

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামের এক চীনা যুবক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তরুণী সুরমা আক্তারের সঙ্গে অনলাইনে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক পূর্ণতা পেতে যাচ্ছে আজ রবিবার। জেলা জজ আদালতে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছে মেয়ের পরিবার। এ আন্তর্জাতীয় প্রেমের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে চীনা যুবক ওয়াং তাও হচ্ছেন ওয়াং ইচাং চাও-এর পুত্র। হোয়ানান প্রদেশের বাসিন্দা এই তরুণ অনলাইনেই খুঁজে পান জীবনের ভালোবাসা। প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপে তাদের পরিচয় হয়। শুরুতে সাধারণ কথোপকথন হলেও দ্রুতই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে একে অপরকে ভালো লাগা থেকে প্রেমে রূপ নেয় সম্পর্কটা।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ওয়াং তাও বিয়ের সিদ্ধান্ত নেন। পরে বাংলাদেশে আসার জন্য চীনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেন। অবশেষে গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে সুরমার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান এবং সোজা নাসিরনগরের বাড়িতে নেন।

চীনা যুবককে দেখতে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের। শনিবার সকাল থেকেই সুরমার বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও করছেন—সব মিলিয়ে গ্রামজুড়ে যেন উৎসবের আমেজ।

নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, চীনা যুবক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট পরীক্ষা করে নিশ্চিত হই তিনি সত্যিই চীনের নাগরিক। আমরা শুনেছি, রোববার আদালতে তাদের বিয়ে সম্পন্ন হবে।

সুরমার পরিবার জানিয়েছে, উভয় পরিবারের সম্মতি নিয়েই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। সুরমা ও ওয়াং তাওর মধ্যে ধর্মীয় বিষয়টি বিবেচনায় নিয়ে মুসলিম রীতি অনুসারে বিয়ের আয়োজন করা হচ্ছে। বিয়ের পর তারা ঢাকায় কিছুদিন থাকবেন এবং পরে আবার চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ঘটনার পর থেকে পুরো নাসিরনগর জুড়ে আলোচনার ঝড়। গ্রামের লোকজন বলছেন, প্রেমের এমন পরিণতি বিরল। আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায়, কিন্তু দূরদেশের মানুষ যখন ভালোবাসার টানে বাংলাদেশে আসে, সেটি সত্যিই অবাক করা ঘটনা হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২