বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

পাকিস্তানের সিরিজ জয়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৩ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় করলো পাকিস্তান। শনিবার (১ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এ জয় ছিনিয়ে নেয় দলটি।

প্রোটিয়াদের ১৩৯ রানে বেধে ফেলার পর বাবর আজমের ফিফটিতে এক ওভার বাকি রেখেই জয় লাভ করে পাকিস্তান ক্রিকেট দল। এতে প্রথম ম্যাচ হারের পরও দারুণ প্রত্যাবর্তনে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। আর ৪৭ বলে ৬৮ রান করা বাবর আজম হন ম্যাচসেরা।

এবারও পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন মূলত বোলাররা। আগের ম্যাচে ১১০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা এবার শূন্য রানে ২টি, ৩৮ রানে ৪টি ও ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। কর্বিন বশের ২৩ বলে অপরাজিত ৩০ রানের ক্যামিওতে ১৩৯ রানের পুঁজি গড়তে পারে তারা।

অপরদিকে, শুরুতে উইকেট হারালেও পথ হারায়নি পাকিস্তান। দলীয় ৪৪ রানে শাহিবজাদা ফারহান আউট হওয়ার পর বাবর আজম-সালমান আলি আগার ৭৬ রানের জুটিতে সহজ জয়ের দিকে ছুটে স্বাগতিকরা। রান তাড়ায় ৩৯ থেকে ওটনিয়েল বার্টমানকে তিনটি চার মেরে ফিফটি পূর্ণ করেন বাবর আজম।

আগের ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান হয়ে যাওয়া তারকা এবার গড়লেন আরেকটি রেকর্ড। আজকের ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলে ভেঙে ফেলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এতদিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।

এর আগে, লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন তিনি। এদিন তাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ে ফেলেন সাবেক অধিনায়ক বাবর আজম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
মঙ্গলবার (৪ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো ভারত
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা
এবারের বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা