বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

উপহারস্বরূপ পালতোলা নৌকা পেয়ে বিব্রত উপদেষ্টা ফাওজুল কবির

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আলজেরিয়ার জাতীয় দিবসে এক পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার পেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীতে আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানে তাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ একটি নৌকার প্রতিকৃতি উপহার দেন আলজেরিয়ার দূতাবাস কর্তৃপক্ষ।

উপহার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি লেখেন, “কূটনৈতিক সৌজন্যবশত আমি উপহারটি গ্রহণ করেছি। এতে আলজেরিয়া দূতাবাসের নামও লিখিত আছে। এটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।”

তিনি আরও উল্লেখ করেন, “এখন আমার সামনে কয়েকটি বিকল্প—

  • এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠানো, যা অসৌজন্যমূলক হতে পারে;
  • সরকারি তোশাখানায় জমা দেওয়া;
  • শৈলান প্রবীণ নিবাসে সংরক্ষণ করা; অথবা
  • নিজে রেখে দেওয়া।”

ফাওজুল কবির খান পাঠকদের মতামত চেয়ে লেখেন, “আপনাদের পরামর্শ পেলে উপকৃত হবো।” তার পোস্টে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

মোজাহিদ তারেক নামে এক ব্যবহারকারী মন্তব্য করেন, “নদীপথে নৌকায় চড়া আর নৌকা প্রতীকে ভোট দেওয়া এক নয়। আপনি চাইলে এটি স্মৃতি হিসেবে রাখতে পারেন।”

তামজিদ খান নামে আরেকজন লেখেন, “এই নৌকা নির্বাচনী প্রতীক নয়। উপহার হিসেবে এটি শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারেন।”

প্রসঙ্গত, মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে