বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস ‘মায়ার সিংহাসন’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

বাংলা সংগীতজগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে এক অনন্য উপন্যাস— ‘মায়ার সিংহাসন’। কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির রচিত এই বিশেষ গ্রন্থটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।

প্রকাশনা সংস্থার সূত্র জানায়, আসছে ১৭ নভেম্বর পাঠকদের হাতে পৌঁছাবে বইটি। এতে শুধু রুনা লায়লার সংগীতজীবনের গল্প নয়, উঠে এসেছে এক নারীর শিল্পযাত্রার আবেগ, সময়ের রূপান্তর, সুরের গভীরতা এবং আত্মঅন্বেষণের অনন্য প্রতিচ্ছবি।

লেখক আবদুল্লাহ আল মুক্তাদির বলেন, “রুনা লায়লার কণ্ঠে যখনই গান শুনেছি, মনে হয়েছে সময় থেমে গেছে— চারপাশে শুধু সুর, মায়া আর স্মৃতির তরঙ্গ। সেই অনুভব থেকেই জন্ম ‘মায়ার সিংহাসন’-এর।”

তিনি আরও জানান, এটি কেবল জীবনীধর্মী উপন্যাস নয়; বরং একধরনের ‘গীতি-উপন্যাস’, যেখানে শব্দ ও সুর মিশে গেছে এক সুরভ্রমণে। বইটিতে লেখক শব্দ দিয়ে ছুঁয়ে দেখেছেন সুরের অমোঘ রহস্য, তুলে ধরেছেন রুনা লায়লার গানে লুকিয়ে থাকা প্রেম, একাকিত্ব, আকাশছোঁয়া সাফল্য এবং সময়ের আবেশময় রঙ।

চন্দ্রবিন্দু প্রকাশনের কর্ণধার জানান, ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে এক নতুন ধারা যোগ করবে। এটি এমন এক শিল্পিত উপন্যাস, যেখানে সংগীতই হয়ে উঠেছে মূল চরিত্র। বইটি শুধু রুনা লায়লার সংগীতজীবনের প্রতি শ্রদ্ধা নয়; বরং তাঁর সুরের মায়াজালকে সাহিত্যের পরতে পরতে ধারণ করবে।

রুনা লায়লাকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা। বাংলা সাহিত্যে গীতি-উপন্যাসের এক নতুন সংযোজন হিসেবে পাঠকদের জন্য এক ভিন্নধর্মী সাহিত্য অভিজ্ঞতা নিয়ে আসবে। তাদের প্রত্যাশা, রুনা লায়লার জীবন, সুর ও মায়ার প্রতিফলন এই বইটিকে এক অনন্য স্মারকে পরিণত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাড়িকাণ্ডের ঘটনায় তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি পুলিশ
শাড়িকাণ্ডের ঘটনায় তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি পুলিশ
৫ বছরের জন্য 'ঢাকা ক্যাপিটালস'-এর মালিকানায় শাকিব
৫ বছরের জন্য 'ঢাকা ক্যাপিটালস'-এর মালিকানায় শাকিব
আরব্য রজনীর গল্পের মঞ্চনাটকে তারা
আরব্য রজনীর গল্পের মঞ্চনাটকে তারা
শাহরুখ-দীপিকার ম্যাজিক ফিরছে ‘কিং’ ছবিতেও!
শাহরুখ-দীপিকার ম্যাজিক ফিরছে ‘কিং’ ছবিতেও!