বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বাবাকে নিয়ে কেন বিব্রত হাশমিপুত্র ?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি অনেক দিন ধরেই নেই আলোচনায়। সম্প্রতি আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করে তুমুল আলোচনায় চলে আসেন। সিরিজটি মুক্তির পর সর্বত্র তাকে নিয়েই চর্চা। এবার সেই আলোচনার প্রভাব পড়েছে অভিনেতার ছেলের জীবনে। ছেলে নাকি তার বাবাকে নিয়ে বেশ বিব্রত।

সম্প্রতি তার ছেলে তাকে বলেছে, ‘তুমি কি আমাকে স্কুলে মুখ দেখাতে দেবে না!’ এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানিয়েছেন, তার ছেলে মোটেও খুশি নন। বাবাকে এমন চরিত্রে দেখে স্কুলে নাকি হাসির খোরাক হতে হচ্ছে তাকে।

ইমরান বলেন, ‘আমার ছেলে একদিন বললো, আমাদের স্কুলে এমন নানা ধরনের কীর্তি হয়। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি দয়া করে এগুলো করা বন্ধ করবে?

একটা সময় বলিউডে চুমুর দৃশ্যে অভিনয় করলেও বেশ কয়েক বছর ধরে তেমন দৃশ্যে আর অভিনয় করেন না ইমরান হাশমি। এখন সেই নিয়ম বদলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলেছেন অভিনেতা। প্রয়োজন নেই, অথচ জোর করে চুমুর দৃশ্য রয়েছে, এমন ছবি তিনি এড়িয়ে চলেন বলে জানিয়েছেন। এখন বাছাইয়ের সময় চরিত্র কেমন, গল্প কেমন তার ওপর জোর দেন বলেই জানিয়েছেন ইমরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার