বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

কেন অপু বিশ্বাসের সঙ্গে কাজ বন্ধ করলেন গৌতম সাহা?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের বিভিন্ন ফটোশুট ও স্টাইলিংয়ের পেছনে নিয়মিতই দেখা যেত ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহাকে। তবে সম্প্রতি এই জুটিকে আর একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না। অপু বিশ্বাসের সঙ্গে কাজ বন্ধের কারণ নিয়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন চললেও এবার বিষয়টি নিয়ে নিজেই খোলাখুলি কথা বলেছেন গৌতম সাহা।

সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম জানান, অপুর সঙ্গে তার এখন আর কাজ হচ্ছে না, কারণ তিনি নিজেই অপু বিশ্বাসের ওপর রাগ করেছেন। অনেকেই ধারণা করছিলেন, অপু বিশ্বাস হয়তো গৌতমকে তার কাজ থেকে বাদ দিয়েছেন। তবে গৌতম সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘অনেকে ভাবছেন অপু আমাকে বাদ দিয়েছে, কিন্তু সেটা সত্যি নয়। আমি নিজেই তাকে বাদ দিয়েছি।’

তবে এই পেশাগত দূরত্বের কারণ কোনো বড় ধরনের ঝগড়া নয়, বরং কিছুটা মনোমালিন্য। গৌতম সাহা বলেন, ‘আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, তবে কিছু মনোমালিন্য আছে। বিশেষ দিনগুলোতে আমরা এখনও একে অপরকে শুভেচ্ছা জানাই। সম্পর্ক এখনও ভালো আছে।’

গৌতম সাহা মূলত ফ্যাশন, পোশাক ও মেকআপের কাজ করেন এবং মডেল ও তারকাদের ছবি ও ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব পালন করেন। তিনি অপু বিশ্বাস ও শবনম বুবলীর পাশাপাশি দীঘি, বারিশ হক, বিদ্যা সিনহা মিমসহ বহু তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। শুধু প্রথম সারির তারকাদের সঙ্গেই কাজ করেন—এমন ধারণারও প্রতিবাদ করে গৌতম বলেন, ‘অনেকে মনে করেন আমি শুধু অপু, বুবলী বা প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে কাজ করি, কিন্তু তা নয়। আমি সবার সঙ্গে কাজ করি।’ভবিষ্যতে অপু বিশ্বাসের সঙ্গে আবারও কাজ করার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এখন রাগের কারণে আমি তাকে কাজে নিইনি। হয়তো কখনো হবে, হয়তো না—সময়ই দেখাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার