বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

৬ বছর পর সিনেমায় তানিয়া বৃষ্টি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

প্রায় ৬ বছরের বিরতির পর আবারো বড় পর্দায় ফিরতে যাচ্ছেন ছোট পর্দার প্রিয়মুখ তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’-এ দেখা যাবে তাকে। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেছিলেন তানিয়া বৃষ্টি। কিন্তু চলচ্চিত্রে তেমন সাফল্য না পাওয়ায় ছোট পর্দায় নিয়মিত হন তিনি। তার অভিনীত সবশেষ সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।

এ মাসের শুরুতে চট্টগ্রামে শুরু হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার শুটিং। চলবে আরও কিছুদিন। গতকাল শুটিংয়ের একটি ছবি শেয়ার করে নির্মাতা রায়হান খান নতুন এই সিনেমার খবর জানান। সেই ছবিতে দেখা যায় একটি টানেলে দাঁড়িয়ে মিলন ভট্টাচার্যের সঙ্গে গভীর কোনো বিষয় নিয়ে আলাপ করছেন আদর আজাদ। তার ঠোঁটে সিগারেট, চেহারায় চিন্তার ভাঁজ। আদরের কাঁধে হাত রেখে কিছু একটা বোঝাতে চাইছেন মিলন।

ক্যাপশনে রায়হান খান লেখেন, ‘এটা কোনো পোস্টার নয়, কিন্তু কিছু একটা হচ্ছে। একটি টানেলের আবছা নীরবতায় দুই ব্যক্তি কথা বলছেন, যে আলাপ তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেখানে আদালত নেই, হাতুড়ি নেই, তবু সত্য বিচারাধীন।’

জানা গেছে, ট্রাইব্যুনাল নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। যে গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে লুকানো রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে।

আবারও বড় পর্দায় ফেরা সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, নাটকের ব্যস্ততার কারণে এতদিন সিনেমা নিয়ে ভাবছিলাম না। যদিও ভালো গল্প ও চরিত্র পেলে তিনি যে পর্দায় ফিরবেন- এমন আঁচও পাওয়া গিয়েছিলো তার আগের কথায়। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে তার সেই অপেক্ষা শেষ হলো। এছাড়া একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। এটি একটি কোর্টরুম ড্রামা।

আবার এটি ক্রাইম থ্রিলারও। ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে রয়েছে প্রশ্ন রয়েছে সিনেমাটি ঘিরে। প্রসঙ্গত, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ছাড়াও এতে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
নির্মাণ হলো বিশেষ নাটক 'স্বামীর আদর'
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার
যে ধরণের পুরুষ পছন্দ মালাইকার