
৩ দফা দাবিতে দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার অন্তত নয়টি বাস মালিক সমিতির পরিবহন ধর্মঘট পালন উপলক্ষে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন । আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
দাবিগুলোর মধ্যে রয়েছে বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ, মহাসড়কে রুট পারমিট বিহীন পরিবহন ও থ্রি হুইলার মাহিন্দ্রা অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধ।
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলার নয়টি বাস মালিক সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, মহিষপুরা খুলনা আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান,রূপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন,ঝালোকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রেসক্লাবের সামনে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন