
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি দিপক কুমার বিশ্বাসকে (৫৫) আটক করেছে পুলিশ।আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তার পাসপোর্ট নম্বর-A09634851.
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় বিস্ফোরকদ্রব্য মামলার আসামি। যার নং ১০। ইমিগ্রেশন পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই আসামি সন্ধ্যার দিকে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে স্ত্রী, মেয়ে ও নিজের পাসপোর্ট জমা দিলে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন বিস্ফোরক মামলার আসামি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করবে পোর্ট থানার পুলিশ।
মন্তব্য করুন