সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

লেবুতলায় কৃষকদের জন্য সবজির মিনি কোল্ডস্টেরেজ তৈরি হবে-মুরাদুল হাসান

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

নিরাপদ সবজি উৎপাদন, সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে শনিবার (৮ নভেম্বর) বিকালে লেবুতলা ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামের প্রাইমারি স্কুল মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মুরাদুল হাসান বলেন, যশোর একটি সবজি উন্নয়নশীল জেলা। যেখানে ১২ মাস সবজি উৎপাদন হয়। আবার যশোরের সবজি বিভিন্ন জেলাসহ বিদেশেও রপ্তানি করা হয়। তবে অনেক সময় দেখা যায় বর্ষা মৌসুমে এবং সবজি উৎপাদন বৃদ্ধি হলে দাম কমতে শুরু করে। তাই এখানে একটি সবজির জন্য কোল্ড স্টরেজ প্রয়োজন। যেখানে কৃষকেরা কয়েকদিনের জন্য সবজি মজুদ করে রাখতে পারে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন। আরো উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প পরিচালক রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা। কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ূন কবির, কৃষি সম্প্রসারণ অফিসার রিপন বিশ্বাস, উপসহকারী কৃষি অফিসার শামীম হুমায়ূন, উপসহকারী কৃষি অফিসার শাহিনা আফরোজ, উপসহকারী কৃষি অফিসার জাহিদুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার কৃষক কৃষাণীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন