সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

নেত্রকোনায় মুদি দোকানদারকে গলা কেটে হত্যা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম

নেত্রকোনার মোহনগঞ্জে এক মুদি দোকানদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম নারায়ণ পাল (৪০)। তিনি উপজেলার রাউতপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত ‘নারায়ণ স্টোর’ নামের মুদি দোকানের মালিক ছিলেন। নিহত নারায়ণ পালের বাবার নাম নৃপেন্দ্র পাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কিছু লোক দোকানের ভেতর নারায়ণ পালের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে মোহনগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—অজ্ঞাত কেউ বা কারা তাকে গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

নারায়ণ পালের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন