সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ নারী আটক

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বারসহ আসমা (২৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনার কামারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসমা দর্শনা কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে কামারপাড়া পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় আসমাকে তিনটি স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার সময় আটক করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৮০ টাকাও উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৩৫৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক নারীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবেবলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন