সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায়, নিন্দার ঝড়

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

চুয়াডাঙ্গায় মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ওই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিৎলা গ্রামের নতুনপাড়ার বাসিন্দা রাজমিস্ত্রী হারুন (৪৫) গত ২০ সেপ্টেম্বর শনিবার মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ স্ট্রোকে মারা যান। গত রোববার ভোরে মরদেহ নিজ গ্রামে আনা হলে আসে ওই পরিবারে শোকের ছায়া নেমে। আসরের নামাজের পর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় এ অমানবিক ঘটনা ঘটে।

প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন, মৃত হারুনের কাছে তার সুদের ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। টাকা পরিশোধ না করলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। শোকাহত পরিবার মরদেহ পাশে রেখে টাকা নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা।

অবশেষে প্রায় এক ঘণ্টা পর পরিবার বাধ্য হয়ে টাকা মিটিয়ে দেয়। টাকা নেওয়ার পর স্থানীয়দের ক্ষোভ ও জনরোষের মুখে মর্জিনা ঘটনাস্থল থেকে সরে পড়েন। এরই মধ্যে পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পরে জানাজা শেষে মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, মূল টাকা হারুন জীবিত থাকতেই পরিশোধ করেছিলেন। মৃত্যুর পর মরদেহ আটকে রেখে সুদের টাকা আদায় সমাজের জন্য ন্যাক্কারজনক, ঘৃণিত ও লজ্জাজনক কাজ।

এ ঘটনায় গ্রামের প্রবীণরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা জীবনে অনেক কিছু দেখেছি। কিন্তু মরদেহ আটকে রেখে টাকা আদায়ের মতো ঘটনা এই প্রথম দেখলাম।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন