সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

পাইলাটি গ্রামের রাস্তায় দুর্ভোগ, জরুরি সংস্কারের দাবী

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার অন্তর্গত পাইলাটি গ্রামের বাসিন্দারা দুঃখ ও উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছেন। গ্রামে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এই রাস্তা কাঁদামাটিতে একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায়, ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।

এই রাস্তাটি দিয়ে প্রতিদিন রোগী, স্কুলগামী ছাত্র-ছাত্রী, কৃষক ও সাধারণ জনগণ চলাচল করে থাকেন। কিন্তু কাঁচা ও জরাজীর্ণ রাস্তাটির কারণে স্কুলে যাওয়া, চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানো এবং কৃষিপণ্য বাজারজাত করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। দীর্ঘ বছর ধরে এই অবস্থা চললেও এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী দ্রুত অন্তত রাস্তাটিকে সলিং করে চলাচলের উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে হাজারো মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং দৈনন্দিন ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
‎লক্ষ্মীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
এনইআইআর সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচিতে বাধা, ব্যানার ছিঁড়ায় যুবক আটক
চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ফেসবুক লাইভে কৃষক হত্যা / চার্জশিটে অনিয়মসহ নানা অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন