সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

আপনি কি জানেন? হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা কেন!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম

জীবনের কোনো না কোনো সময়ে আমাদের কিছুটা সময় হোটেলে কেটেছে। একটু লক্ষ্য করলেই দেখা যায় হোটেলের বিছানার চাদর এবং বালিশের ওয়ার সব সময়ই সাদা। কিন্তু কখনও মনে প্রশ্ন জেগেছে কি, এ রকম কেন করা হয়? হয়তো আপনি ভাবছেন এ আবার কী কথা! কিন্তু না, এর পেছনে রয়েছে যুক্তিগ্রাহ্য কারণ।

১৯৯০-এর দশকে হোটেলের কক্ষে সাদা চাদর, বালিশ ও তোয়ালের ব্যবহার শুরু হয়। একে জনপ্রিয় করে তোলে ওয়েস্টিন ও শেরাটন। দুই হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন এরিন হুভার মনে করেন, সাদা বিছানা অতিথিদের মাঝে ভ্রম সৃষ্টি করে। এ দেখে তারা মনে করেন রুমটি মাত্রই পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে। এতে দর্শনার্থীরা আরামবোধ করে।

সাদা রং মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। মনে শুভ্রতা ও পরিচ্ছন্নতার তাড়না আসে। এ ছাড়া আলোর নিয়ম অনুসারে, সাদা রং আলোর প্রতিফলন ঘটায়। এতে রুম আরও উজ্জ্বল দেখায়।

অনেকে সাদা রং বিলাসিতার প্রতীক বলে মনে করেন। তাই হোটেল রুমের বিছানায় সাদা চাদর ব্যবহার করা হয়। সাদা চাদর-বালিশ একটু নোংরা হলে তা একসঙ্গে ভিজিয়ে তা ধোয়া যায়। অন্য রঙের হলে একটা থেকে অন্যটায় রং লেগে যাওয়ার শঙ্কা থাকে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট (আইআইএইচএম) কলকাতা’র ‘হাউস কিপিং’- এর অধ্যাপক তরুণ সরকার জানান, নয়ের দশকের শুরুতে ওয়েস্টিন হোটেল গ্রুপ তাদের হোটেলের ঘরগুলোতে সাদা বালিশ-চাদর-তোয়ালের ব্যাপক ব্যবহার শুরু করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ 
সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ 
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত