মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

শাহজাদপুরে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাবিনা খাতুন(৪২) মাটিবাহী ট্রাকের ধাক্কায় নিহতের প্রতিবাদ ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও গাড়াদহ বকুলতলা-মোহনপুর সড়কের বলদিপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) ১২টা থেকে আধাঘন্টা ব্যাপী তারা এ বিক্ষোভ প্রদর্শন করে। এ অবরোধকালে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ফেরদৌস আলম, মীর মোবারক হোসেন, ছাত্র প্রতিনিধি সুমন, হানিফ প্রমুখ। এ বিক্ষোভকালে এ সড়ক দিয়ে সকল প্রকার যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে তাদের দাবী দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভকারীরা জানায়, সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন (৪২) অটোভ্যানযোগেস্কুলে যাওয়ার সময় গাড়াদহ বকুলতলা আনসারমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি মাটিবাহী ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানযাত্রী স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন সড়কে ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ওই শিক্ষিকার ৮ বছরের শিশু সন্তান ও ভ্যান চালক সহ ৩জন আহত হয়। এ খবর স্কুলে এসে পৌঁছালে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি বিক্ষোভে ফেটে পড়েন। পরে তারা বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষিকা সাবিনা খাতুন মাটিবাহী ট্রাকের ধাক্কায় নিহতের প্রতিবাদ ও অবৈধ যানবহন চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গাড়াদহ বকুলতলা-মোহনপুর সড়কের বলদিপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে বেলা ২টা থেকে সকল শ্রেণির শিক্ষার্থীরা একযোগে পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও জানান, গত ৩দিনে এ সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের ফলে এই শিক্ষিকা সহ ৩জন নিহতের ঘটনা ঘটেছে। ফলে তারা বাধ্য হয়ে এই বেপরোয়া গতির অবৈধ যানবহন চলাচল বন্ধ ও শিক্ষিকা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, নিহত সাবিনা খাতুন গাড়াদহ বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা, উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের আছলগাতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী ও শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মন সরকারের মেয়ে। তিনি দুই সন্তানের জননী।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের দাবী বাস্তবায়নের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ক্লাসে ফিরে যায়। ফলে সড়কটিতে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে ছারছীনা মাহফিলের সমাপনী
পিরোজপুরে ছারছীনা মাহফিলের সমাপনী
রাজশাহীতে সাংবাদিকদের হেনস্থার অভিযোগ
রাজশাহীতে সাংবাদিকদের হেনস্থার অভিযোগ
প্রধান শিক্ষক একাই নিলেন চার শেণির বার্ষিক পরীক্ষা
সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে / প্রধান শিক্ষক একাই নিলেন চার শেণির বার্ষিক পরীক্ষা
হিলিতে বিজিবি–বিএসএফ বৈঠক
হিলিতে বিজিবি–বিএসএফ বৈঠক