
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বিশেষ ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত—এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, কারও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি দেশে নেই। তিনি বলেন, বাংলাদেশে যে–কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা প্রস্তুত। বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও নিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এই বিষয়টি কোর কমিটির বৈঠকে আলোচনায় আসেনি। তিনি বলেন, ‘বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই।’
নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবার জন্যই প্রস্তুত। যাদের জন্য বিশেষ সুরক্ষার প্রয়োজন, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত আছে।’
কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
মন্তব্য করুন