মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

বাজারে মানুষ ধোয়ার মেশিন আনল জাপান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম

এমন এক বিস্ময়কর প্রযুক্তির আবিষ্কার হয়েছে জাপানে, যা কাপড় ধোয়ার মতোই মানুষের শরীর ধুয়ে দিতে পারে! ওসাকা ওয়ার্ল্ড এক্সপো-তে প্রদর্শিত হওয়ার পর ক্যাপসুল-আকৃতির এই মানব–ওয়াশিং মেশিন এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

ডিভাইসটি তৈরি করেছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সাইন্স’। দেখতে এটি একটি সিল করা ক্যাপসুলের মতো- যার ভেতরে ব্যবহারকারী প্রবেশ করে শুয়ে পড়লেই শুরু হয় পুরো শরীর পরিষ্কারের প্রক্রিয়া। আলো নিভে গেলে ভেতরে থাকা অত্যাধুনিক ব্যবস্থা ক্ষুদ্র বাবল ও সূক্ষ্ম জলধারা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শরীর ধোয়, আর সঙ্গে বাজে হালকা সুরের সংগীত- যা পুরো অভিজ্ঞতাকে করে তোলে আরও আরামদায়ক।

কোম্পানির মুখপাত্র সাচিকো মাকোরা জানান, এটি শুধু শরীর পরিষ্কার করে না- ‘আত্মাকেও ধুয়ে দেয়।’ ভেতরে স্থাপন করা সেন্সর ব্যবহারকারীর হৃদস্পন্দনসহ বিভিন্ন শারীরিক ডেটা পর্যবেক্ষণ করে, যেন পরিষ্কার প্রক্রিয়াটি নিরাপদ থাকে।

প্রচুর আগ্রহ সৃষ্টি হওয়ায় সাইন্স ইতোমধ্যে মেশিনটির বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ওসাকার একটি হোটেল প্রথম ক্রেতা হিসেবে এটি অতিথিদের জন্য ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে। পাশাপাশি জনপ্রিয় ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা ইয়ামাদা ডেনকি তাদের দোকানে বিশেষ আকর্ষণ হিসেবে মেশিনটি প্রদর্শনের ঘোষণা দিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর থেকে সাধারণ মানুষও এটি ব্যবহার করে দেখতে পারবে।

স্বল্প উৎপাদন মানেই সীমিত সুযোগ- প্রথম পর্যায়ে মাত্র ৫০টি মেশিন বাজারে আসবে। প্রতিটির দাম প্রায় ৩.৫ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৭০ লাখ!

মেশিনটি কীভাবে কাজ করে?

- ক্যাপসুলে প্রবেশের পর ব্যবহারকারী ২ দশমিক ৩ মিটার লম্বা আবদ্ধ পডের ভেতর শুয়ে পড়বেন।

- এরপর এটি শরীর স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করা শুরু করবে। মেশিনটি শরীর পরিষ্কারে ক্ষুদ্রাকৃতির বাবল এবং সূক্ষ্ম ঝরনা ব্যবহার করে। - শরীর পরিষ্কারের সময় ভেতরে থাকা সেন্সর ব্যবহারকীরার স্বাস্থগত বিভিন্ন দিক ট্রেক করে।

- ব্যবহারকারী যেন আরাম অনুভব করেন এজন্য ভেতরে মৃদু শব্দে গান বাজতে থাকবে।

- পরিষ্কার শেষ হওয়ার পরপর এটি শরীরকে স্বয়ংক্রিয়ভাবে শুকানো শুরু করে। ফলে কোনো তোয়ালে বা কাপড় লাগে না।

- সব প্রক্রিয়া শেষ করতে মোট ১৫ মিনিট সময় লাগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বন্যা-ভূমিধসে এশিয়ায় চার দেশে নিহত হাজার ছাড়াল
বন্যা-ভূমিধসে এশিয়ায় চার দেশে নিহত হাজার ছাড়াল
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ করল ভেনেজুয়েলা
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অভিযোগ করল ভেনেজুয়েলা
বড় জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী!
বড় জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী!
বাবা-ভাইদের হাতে প্রেমিকের নির্মম মৃত্যু, লাশকেই ‘বিয়ে’ তরুণীর
বাবা-ভাইদের হাতে প্রেমিকের নির্মম মৃত্যু, লাশকেই ‘বিয়ে’ তরুণীর