
জনপ্রিয় মুখ ডা. এজাজুল ইসলাম বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন। তবে এবার বিপরীত চিত্র দেখা গেল।
সম্প্রতি খাঁটি-ঘি নামের একটি অনলাইনের প্রতিষ্ঠানের সঙ্গে নাম জড়িয়ে হয়েছেন অনুরাগীদের বিরাগভাজন। যেতে হয়েছে ভোক্তা অধিদফতরে। তাতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন ভোক্তা অভিযোগ তুলেছেন-ডা. এজাজের প্রতি ভরসা করেই তারা ‘খাঁটি-ঘি’ থেকে পণ্য কিনেছেন, কিন্তু পেয়েছেন নিম্নমানের এবং প্রতারণাপূর্ণ দ্রব্য।
ঢাকার এক গ্রাহক বলেন, ‘অনলাইনে বিজ্ঞাপন দেখলেও বিশ্বাস পাই না। কিন্তু এজাজ ভাইকে দেখে ভরসা করেছিলাম। পরে বুঝলাম প্রতারিত হয়েছি।’ একই অভিযোগ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিষয়টি নজরে এসেছে এজাজের। হতাশ তিনিও। সিদ্ধান্ত নিয়েছেন জীবনে আর কখনও খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবেন না।
এজাজ জানান, “সম্প্রতি এজন্য ভোক্তা অধিদপ্তরে আমাকে ডেকেছিল। কর্তৃপক্ষ জানায়, আমাকে দেখিয়ে খাঁটি-ঘি নামের প্রতিষ্ঠান ভক্তদের সঙ্গে প্রতারণা করছে। ওনারা আমাকে বলেছেন, আপনাকে এটার একটা লিখিত অভিযোগ দিতে হবে।”
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের একজন পরিচালক তাকে পণ্যের গায়ে বিএসটিআই লোগো দেখান। তাই তিনি ধরে নিয়েছিলেন, পণ্যটি পরীক্ষিত ও মানসম্মত।
এজাজ বলেন, “যদি প্রতিষ্ঠানটি সত্যিই ভেজাল পণ্য দিয়ে থাকে, তবে ভোক্তা অধিদপ্তর যেন তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়।”
এ বিষয়ে তিনি ইতোমধ্যে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। তবে অভিযোগ জানানোর পরও বিজ্ঞাপনটি এখনও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। বিষয়টি বন্ধে প্রতিষ্ঠানটির সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি তিনি।
সবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে ডা. এজাজ বলেন, “এই ঘটনার পর স্থির সিদ্ধান্ত নিয়েছি, জীবনে আর কখনই খাদ্যপণ্যের বিজ্ঞাপন করবো না। মানুষের ভরসাকে কেউ যেন আর ব্যবহার করতে না পারে।”
মন্তব্য করুন