মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

অমিতাভ বচ্চনকে নিয়ে ‘নিঃশব্দ’ বানানো ভুল ছিল!

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
রাম গোপাল ভার্মা ও ‘নিঃশব্দ’ ছবির পোস্টার
রাম গোপাল ভার্মা ও ‘নিঃশব্দ’ ছবির পোস্টার

প্রখ্যাত পরিচালক রাম গোপাল ভার্মা অবশেষে স্বীকার করে নিলেন ২০০৭ সালের আলোচিত ছবি ‘নিঃশব্দ’-তে সুপারস্টার অমিতাভ বচ্চনকে কাস্ট করা তাঁর ভুল ছিল। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

পরিচালকের মতে, বচ্চনের মতো একজন অভিনেতার ভাবমূর্তির সঙ্গে ওই ছবির বিতর্কিত চিত্রনাট্য মানানসই ছিল না। ‘নিঃশব্দ’ ছবিতে অমিতাভ বচ্চন একজন ৬০ বছর বয়সী ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেন, যিনি তাঁর মেয়ের ১৮ বছর বয়সী বন্ধুর (প্রয়াত অভিনেত্রী জিয়া খান অভিনীত) প্রেমে পড়েন। ছবিটি সেই সময়ের জন্য অত্যন্ত বিতর্কিত ছিল।

সাক্ষাৎকারে রাম গোপাল ভার্মা বলেন, “নিঃশব্দ-এর এই দৃশ্যগুলো যেখানে এক বিচ্ছিন্ন ব্যক্তি খুব অল্প বয়সী এক মেয়ের প্রেমে পড়ে... এটি সেই সময়ের জন্য বিতর্কিত ছিল, বিশেষ করে মিস্টার বচ্চন-এর ভাবমূর্তির কারণে। স্বাভাবিকভাবেই দর্শকরা এটা মেনে নিতে পারেন নি।”

যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং এর বিতর্কিত বিষয়বস্তুর জন্য সমালোচিত হয়, তবুও রাম গোপাল ভার্মা এটিকে তাঁর অন্যতম সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন।

ভার্মা যোগ করেন, “আমি বিশ্বাস করতে চাই যে এটি আমার বানানো সবচেয়ে সংবেদনশীল চলচ্চিত্রগুলোর মধ্যে একটি এবং সম্ভবত মিস্টার বচ্চন-এর সেরা পারফরম্যান্সগুলোরও একটি।”

তবে শেষমেশ নিজের ভুল স্বীকার করে রাম গোপাল ভার্মা বলেন, “হ্যাঁ, এটা ভুল ছিল। কারণ তাঁর (অমিতাভ বচ্চন-এর) ভাবমূর্তি এই ধরনের গল্পের সঙ্গে যাবে না।”

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি হলিউডের ‘আমেরিকান বিউটি’ এবং হিন্দি ছবি ‘অনখা রিস্তা’ থেকে অনুপ্রাণিত ছিল। অমিতাভ বচ্চন এবং জিয়া খান ছাড়াও ছবিতে আফতাব শিবদাসানি, রেবতী, শ্রদ্ধা আর্য এবং রুখসার-এর মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। সমালোচকদের প্রশংসা সত্ত্বেও, বিতর্কিত প্লট এবং বচ্চনের ভাবমূর্তির সঙ্গে সংঘাতের কারণে ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলা একাডেমিতে বিজয়ের যাত্রাপালা প্রদর্শনী শুরু
শিল্পকলা একাডেমিতে বিজয়ের যাত্রাপালা প্রদর্শনী শুরু
‘দেলুপি’র অর্থ যাবে কড়াইলে
‘দেলুপি’র অর্থ যাবে কড়াইলে
বাবা হলেন শিল্পী ইমরান
বাবা হলেন শিল্পী ইমরান
জন্মদিনে নতুন লুকে বিশেষ চমক জিতের
জন্মদিনে নতুন লুকে বিশেষ চমক জিতের