ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে আগাম জাতের টমেটো আবাদ করে সাফল্য পেয়েছেন কৃষকরা। পলি নেট হাউস তৈরি করে তাতে হাইব্রিড তিনটি জাতের টমেটো চাষ করেছেন। শীতের আগে বাজারে এ টমেটো উঠায় দামও বেশ ভালো পাচ্ছেন।
বাঁশের খুঁটির উপরে পলিথিন দিয়ে বানানো হয়েছে এই ‘পলি-হাউস’। যাতে চাষ হচ্ছে টমেটো। ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে কৃষকদের এ পদ্ধতিতে টমেটো চাষে উদ্বুদ্ধ করেছে। পরীক্ষামূলকভাবে হাইব্রিড তিনটি জাতের টমেটো চাষে সাফল্যও মিলেছে।
কৃষকরা বলছেন, বীজের দাম একটু বেশি হলেও এই পদ্ধতিতে টমেটো চাষে লাভবান হচ্ছেন তারা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানালেন, কৃষকদের আগাম জাতের টমেটো চাষে আগ্রহী করতে নানা পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। ফরিদপুর সদরে চলতি মৌসুমে প্রায় ৩ একর জমিতে পরীক্ষামূলকভাবে আগাম জাতের টমেটো চাষ করা হয়েছে।
Priyonty/sharif