নিজস্ব প্রতিবেদক: বিএনপির ঢাকার গণসমাবেশকে বানচাল করতে সরকার মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে দলটির সিনিয়র নেতারা। গণসমাবেশ সফল করতে সকালে রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এসময় তিনি অভিযোগ করে বলেন, সমাবেশকে কেন্দ্র করে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে।
নেতাকর্মীদের গ্রেফতারে বাসায় বাসায় হানা দেয়া হচ্ছে। অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তারাই সন্ত্রাস করছে।
এসময় প্রচারণা চালানোর সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এধরনের আরো হামলা হলে পাল্টা জবাবের দায় সরকারকেই নিতে হবে। সরকার বিএনপিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেবে এমন প্রত্যাশা করেন বিএনপি নেতারা।
GM/shimul