পর্যটনের নতুন সম্ভাবনা সাগরে জেগে ওঠা 'চরবিজয়'

প্রকাশিত: ০৩-১২-২০২২ ০৮:৪৮

আপডেট: ০৩-১২-২০২২ ০৮:৪৮

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কুয়াকাটার কাছেই গভীর সাগরের বুক চিরে প্রায় ১০ হাজার একর আয়তন নিয়ে গড়ে ওঠেছে চর বিজয়। প্রতিবছরই বাড়ছে এর পরিধি। পুরো চরে পাখি আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ। যা দৃষ্টিনন্দনও বটে। সব মিলিয়ে পর্যটকদের কাছে বেশ জনিপ্রিয়তা পেয়েছে চর বিজয়। এটি সংরক্ষণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

লাখ লাখ লাল কাকড়া, আর দেশী বিদেশী পাখির এক অভয়ারণ্য, নেই কোন মানুষের উপস্থিতি কিংবা কোন গাছ পালা। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে অথৈ জলরাশির মধ্যে জেগে ওঠা এই দ্বীপ, নাম ‘চর বিজয়’। কয়েক বছর আগে জেলেরা এটি আবিস্কার করে। বিজয়ের মাস ডিসেম্বরে চরটির সন্ধান পাওয়ায় এর নাম রাখা হয় ‘চর বিজয়’।

বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকলেও শীত মৌসুমে ১০ হাজার একরেরও বেশি এলাকা নিয়ে জেগে ওঠে এ চর। মানুষের বিচরণ কম থাকায় শীতে এখানে সমাগম ঘটে অতিথি পাখির। লাল কাঁকড়া আর অতিথি পাখির অবাধ বিচরণ বড় আকর্ষণ ভ্রমণপিপাসুদের কাছে।

স্থানীয় জনপ্রতিনিধি বললেন, পরিকল্পিত বনায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের সমন্বিত কার্যক্রম নেয়া হলে পর্যটনশিল্পে এই চর যোগ করতে পারে এক নতুন সম্ভাবনা। সম্প্রতি এই চরে অবৈধ জাল দিয়ে মাছ শিকার শুরু হয়েছে। এর ফলে পাখি এবং লাল কাকড়ার অবাধ বিচরণও বাঁধাগ্রস্ত হচ্ছে।

MBK/sharif