ক্রীড়া ডেস্ক: প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে পিছিয়ে পড়তেও সময় লাগল না সুইজারল্যান্ডের। বিরতির আগেই অবশ্য সমতায় ফিরল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলও পেয়ে গেল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সার্বিয়া আর পারল না সেই গোল শোধ করতে। আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে দারুণ জয়ে কাতার বিশ্বকাপের নকআউটে উঠল সুইসরা।
শুক্রবার রাতে ৯৭৪ স্টেডিয়ামে 'জি' গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে সুইজারল্যান্ড। এবারের আসরের শেষ দল হিসেবে তারা নাম লিখিয়েছে দ্বিতীয় রাউন্ডে।
তিন ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া সুইজারল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে উঠলো নকআউট পর্বে। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের পয়েন্টও ৬। কিন্তু সুইসদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে সেলেসাওরা।
অন্যদিকে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল সার্বিয়ানরা। আর ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েও শেষ ষোলোর স্বপ্ন পূরণ হলো না ৪ পয়েন্ট পাওয়া ক্যামেরুনের।
AR/shimul