পুঁজিবাজার চাঙ্গা করতে ডিএসই সংস্কারের পরামর্শ

প্রকাশিত: ০২-১২-২০২২ ১৪:১৪

আপডেট: ০২-১২-২০২২ ১৫:৩০

তানজিলা নিঝুম: পুঁজিবাজারকে স্বাভাবিক করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। এজন্য গবেষণা ও ডিএসইকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি বাজারে বিনিয়োগের জন্য বড় কোম্পানির আগ্রহ বাড়াতে সুবিধা দেয়ার পরামর্শও দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, দেশের আর্থিক খাত নিয়ে নানা গুজবের বড় ধরনের প্রভাব পড়ছে পুঁজিবাজারে। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতন থাকার ও ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন। 

গত তিন সপ্তাহ ধরে পুঁজিবাজারের লেনদেন কমতে কমতে তিনশ কোটি টাকায় এসে নেমেছে। গত সপ্তাহে লেনদেন ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকায় আটকে ছিল। গত সপ্তাহের চার কার্যদিবসেই সূচক বেড়েছে। শেষ কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২শ’ ৪৫ পয়েন্টে। সূচকের পাশাপাশি দিন   শেষে লেনদেনও ৩৫ কোটি ৩৯ লাখ টাকা বেড়ে হয়েছে ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকা।

পুঁজিবাজারের এই খারাপ পরিস্থিতির জন্য ডিএসই’র অদক্ষতাকেই দুষলেন বাজার বিশ্লেষক আহমদ রশীদ লালী। ডিএসই’র দক্ষতা বাড়ানোর তাগিদ দিলেন তিনি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরামর্শ দিলেন আর্থিক খাত নিয়ে নানা গুজব এড়িয়ে যাওয়ার। 

পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ করলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভবান হবে বলেও মনে করেন তিনি। 

Nijhum/sharif