নিজস্ব প্রিতিবেদক: সমাবেশ ঘিরে বিএনপি দেশে আবারও সন্ত্রাস শুরু করলে কঠিন জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শুক্রবার) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে জঙ্গি ও সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে বিএনপি। এজন্য আওয়ামী লীগও সতর্ক পাহাড়ায় থাকবে, পাল্টা আক্রামণ হবে কি না সময়ই বলে দেবে।
তিনি আরও অভিযোগ করেন, ষড়যন্ত্রের জন্য বিএনপি দুবাই থেকে বস্তায় বস্তায় টাকা আনছে। সংবিধান মেনেই আগামী নিবার্চন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অন্য কোন উপায়ে দেশে নির্বাচন হবে না।
Mustafiz/sharif