লংমার্চ বাতিল করলেন ইমরান খান

প্রকাশিত: ২৭-১১-২০২২ ১১:৩৯

আপডেট: ২৭-১১-২০২২ ১১:৩৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অভিমুখে ডাকা লংমার্চ বাতিল করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান। লংমার্চে সম্ভাব্য জঙ্গি হামলা ও বিশৃঙ্খলার আশঙ্কায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এর আগে চলতি মাসের শুরুর দিকে পিটিআই-এর এক সমাবেশে গুপ্তহত্যার শিকার হন ইমরান। 

এদিকে, পাকিস্তানের প্রাদেশিক সব আইনসভা থেকে নিজ দলের সদস্যদের পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইমরান খান। তিনি বলেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার অংশ হবে না পিটিআই। এ বিষয়ে বিভিন্ন প্রদেশের পিটিআই দলীয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরী বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। পিটিআই বর্তমানে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, আজাদ-কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানে ক্ষমতায় রয়েছে।

 

aleya/shimul