ক্রীড়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় আসর কাতার ফুটবল বিশ্বকাপে আজ (২৫শে নভেম্বর) চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বে এরই মধ্যে প্রতিটি দল একবার করে মুখোমুখি হয়েছে। অঘটনের দুই ম্যাচে হোঁচট খেয়েছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও জার্মানি।
আজ বিকেল ৪টায় আহমদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার পরাশক্তি ইরান। ওয়েলসের রক্ষন, মধ্যমাঠ ও আক্রমণ-তিন বিভাগেই আছে ভালো মানের ফুটবলার। দলের সেরা খেলোয়াড় গ্যারেথ বেল। যাদের আছে ম্যাচের ফল বদলে দেওয়ার ক্ষমতা। ফিফা র্যাঙ্কিংয়ে ওয়েলসের অবস্থান ১৯। প্রথম ম্যাচে ড্র করা ওয়েলস এবার ইরানকে হারিয়ে আসরে প্রথম সাফল্য পেতে চায়। অন্যদিকে হারের বৃত্ত ভেঙ্গে জয়ের ধারা ফিরতে চায় ইরান।
সন্ধ্যা ৭টায় আল থুুমামা স্টেডিয়ামে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে সেনেগাল। প্রথম ম্যাচে হার দিয়ে দুই দলেরই আসর শুরু হয়েছে। তবে নেদ্যারল্যান্ডসের বিপক্ষে সেনেগাল লড়াই করেছিল সমান তালে। কয়েকটি সহজ সুযোগ মিস করার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। সেই ভুল আর করতে চায় না আফ্রিকা এই দেশটি। অন্যদিকে স্বাগতিক কাতার হোম কন্ডিশনের সুবিধা নিয়ে সেনেগালের বিপক্ষে জয় পেতে চায়।
রাত ১০টায় আল খলিফা স্টেডিয়ামে নেদারল্যান্ডেসের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। দুই দলেরই একটি করে জয় রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। আর উদ্বোধনী ম্যাচে একই ব্যাবধানে স্বাগতিক কাতারকে হারিয়েছিল ইকুয়েডর। তাই দুই দলের সামনেই নট আউট পর্বে উঠার সমান সুযোগ রয়েছে উভয়ই চাইবে সেই সুযোগ আরও নিশ্চিত করতে।
রাত ১ টায় আল বাইত স্টেডিয়ামে একময়কার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের পক্ষে কথা বলছে শক্তি, সা¤প্রতিক পারফর্মেন্স ও খেলোয়াড়দের দুর্দান্ত ফর্ম। হ্যারি কেনের সাথে ফরোয়ার্ডে থাকছেন স্ট্রার্লি, সাকা। জয় দিয়ে নক আউট পর্ব নিশ্চিত করতে চায় সাউথগেটের দল। অন্যদিকে, প্রথম ম্যাচে ওয়েলসের সাথে ১-১ গোলে ড্র করেছিল যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিং ও শক্তির বিচারে যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকলেও চ্যালেঞ্জ জনাতে প্রস্তুত তারা।
Amirul/sharif