বিসিএলে জয় পেয়েছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল

প্রকাশিত: ২৪-১১-২০২২ ২০:৩৯

আপডেট: ২৪-১১-২০২২ ২০:৩৯

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলে জয় পেয়েছে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। 

বৃহস্পতিবার (২৪শে নভেম্বর) বিকেএসপিতে উত্তরাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল। 

অধিনায়ক মোহাম্মদ মিঠুন অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন। উত্তরাঞ্চলের সাইফুউদ্দিন, শফিকুল ও সৈকত আলী দুটি করে উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে শাহাদাত দিপুর সেঞ্চুরি ও মাহামুদুল¬াহ রিয়াদের ৯৬ রানের উপর ভর করে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছিয়ে যায় উত্তরাঞ্চল। 

এদিকে, বিকেএসপির আরেক ম্যাঠে পূর্বাঞ্চলের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। 

আগে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ৬৮ রানের উপর ভর করে ১০ উইকেটে ১৭০ রান করে পূর্বাঞ্চল। জবাবে নাইম শেখের ৮২ রানের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছিয়ে যায় দক্ষিণাঞ্চল।

 

 

AR/Bodiar