বলিউডে অভিষেক হচ্ছে সালমানের ভাগ্নির!

প্রকাশিত: ২৪-১১-২০২২ ১৫:৩৬

আপডেট: ২৪-১১-২০২২ ১৫:৩৬

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রী নাম লিখাতে যাচ্ছেন বলিউডে। সালমানের বড় বোন আলভিরা এবং বলিউড অভিনেতা অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজেহ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৌমেন্দ্র পাধির পরবর্তী সিনেমায় অভিনয় করবেন আলিজেহ।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। ছবির কাজ শুরু হলেও নাম এখনও চূড়ান্তত হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই নতুন ছবি।

আলিজেহের বাবা অতুল অগ্নিহোত্রীও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা ছিলেন। নানা পাটেকরের সঙ্গে 'ক্রান্তিবীর' ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ইত্যাদি ছবির প্রযোজনা করেছেন অতুল।

অন্যদিকে সালমানের বোন আলভিরা পেশায় একজন সিনেমা প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার। 

Mustafiz/sharif