বড় জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

প্রকাশিত: ২৩-১১-২০২২ ০৩:১৭

আপডেট: ২৩-১১-২০২২ ০৩:১৭

ক্রীড়া ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুভ সুচনা করলো বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আল জানুব স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ফরাসিরা। 

ম্যাচের শুরুতেই চমক দেয় অস্ট্রেলিয়া। গুডউইন ম্যাচের ৯ মিনিটে অসাধারণ এক গোল করেন। জোরের ওপর লম্বা করে বাড়ানো বল ধরেন লেস্ককি। লুকাস হার্নান্দেজকে কাটিয়ে ঢুকে পড়েন বিপদজনক পজিশনে। ফাঁকায় থাকা গুডউইনকে দারুণ পাস দিয়ে গোল করান তিনি। তাতে কাতার বিশ্বকাপে আরেকটি অঘটন ঘটবে বলে ধারণা করছিলেন।   

তবে শেষ পর্যন্ত ফ্রান্স সে পথে হাঁটেনি। উল্টো ঘুরে দাঁড়িয়ে পেয়েছে ৪-১ গোলের দুর্দান্ত এক জয়। ফ্রান্সের জয়ে জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরু। একটি করে গোল করেছেন আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপ্পে। একটি গোল এবং একটি অ্যাসিস্ট করলেও ম্যাচে জাদু দেখিয়েছেন এমবাপ্পে। দলের দ্বিতীয় গোলটির সূত্রও ছিলেন এই পিএসজি তারকা। এ ছাড়া ম্যাচজুড়ে গতির ঝলকও দেখিয়েছেন বেশ। কাছাকাছি গিয়ে একাধিক সুযোগ হাতছাড়া না করলে গোল সংখ্যা আরও বাড়তেও পারত।

 

SAI/sat