কাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত: ১০-১১-২০২২ ২১:২৫

আপডেট: ১০-১১-২০২২ ২১:২৫

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে অঘোষিত ফাইনালে আগামীকাল শুক্রবার (১১ই নভেম্বর) নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শিরোপা পুনরুদ্ধারে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। তিন ম্যাচে নেপালের ৯ ও বাংলাদেশের ৬ পয়েন্ট রয়েছে। শেষ ম্যাচে নেপালকে হারালেই সমান পয়েন্ট এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। আর ম্যাচ ড্র হলে নেপাল ট্রফি নিয়ে দেশে যাবে। অন্যদিকে আসর থেকে কোনও পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভুটান। 

 

Raz/Bodiar