নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় সিকান্দার আলী নামের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ই নভেম্বর) সকাল সাড়ে দশটায় যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান সিকান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসাদুজ্জামান সিকান্দার সকালে সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় ট্রাকের ধাক্কায় আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
Raz/Bodiar