নাটোর সংবাদদাতা: চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে তিন শিকারিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ই নভেম্বর) ভোরে সিংড়ার ডাহিয়া এলাকা থেকে ওই তিন শিকারিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ২১টি দেশি ও অতিথি পাখি উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বয়াশ গ্রামের হেলাল উদ্দিন (২৮), বিপ্লব (২৮) ও হাবিব (২৫)।
পরে সকালে ডাহিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
উদ্ধার পাখি জনসম্মুখে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশকর্মী হাসিবুল হাসান প্রমুখ।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে বিলের দুর্গম এলাকায় স্থানীয় পরিবেশ কর্মীদের সাথে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
Laiza/Bodiar